‘ইস্টার যুদ্ধবিরতি’ সত্ত্বেও রাশিয়ার হামলা অব্যাহত: জেলেনস্কি
২০ এপ্রিল ২০২৫ ১৩:০০ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:১১
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশিত ‘ইস্টার যুদ্ধবিরতি’র মধ্যেও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, রাশিয়া বাস্তবে সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
জেলেনস্কি বলেন, পুতিনের ঘোষণা অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ছয় ঘণ্টার মধ্যেই রুশ বাহিনী ৩৮৭ বার গোলাবর্ষণ, ১৯টি স্থানে আক্রমণ এবং ২৯০ বার ড্রোন ব্যবহার করেছে। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
শনিবার (১৯ এপ্রিল) পুতিন ৩০ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা শনিবার সন্ধ্যা ৬টা (মস্কো সময়) থেকে রোববার (২০ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত কার্যকর হওয়ার কথা। ইউক্রেন জানায়, তারা এই যুদ্ধবিরতি মেনে চলবে। তবে ইউক্রেন ৩০ দিনব্যাপী পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকালে জেলেনস্কি বলেন, ‘মস্কো একটি যুদ্ধবিরতির ছাপ তৈরি করতে চায়, কিন্তু কিছু স্থানে তারা এখনো আগ্রাসী চেষ্টা চালাচ্ছে এবং ইউক্রেনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আমাদের সেনারা প্রতিটি স্থানে উপযুক্ত প্রতিরোধ গড়ে তুলছে এবং প্রতিপক্ষকে প্রাপ্য জবাব দিচ্ছে।’
শনিবার (১৯ এপ্রিল) রাতে জেলেনস্কি বলেন, ‘যদি রাশিয়া সত্যিকারভাবে নিরবতা বজায় রাখতে চায়, তাহলে ইউক্রেনও অনুরূপভাবে প্রতিক্রিয়া দেখাবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রস্তাবিত ৩০ দিনের পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি এখনো টেবিলে আছে, এর জবাব আসা উচিত মস্কো থেকেই।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যদি ইউক্রেন পারস্পরিকভাবে যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে রুশ বাহিনীও তা পালন করবে।
এর আগেও ২০২৩ সালের জানুয়ারিতে অর্থোডক্স বড়দিন উপলক্ষে যুদ্ধবিরতির চেষ্টা ব্যর্থ হয়েছিল, যখন দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারেনি।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে, তবে অগ্রগতি খুবই সীমিত। গত মাসে মস্কো যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্মত একটি পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে।
সারাবাংলা/এনজে