Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ২৪ জুন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৪:২৪ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৪:২৬

শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে জমার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২০ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এদিন প্রসিকিউশনের পক্ষে আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানি শেষে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও বাড়ানো হয়েছে। ২৪ জুন দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এর আগেও দুই মাস সময় দেওয়া হয়েছিল। সেই হিসাবে আজ এ মামলার শুনানি হয়।

এর আগে, সকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে আনা হয়।

এদিন সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। আসামিদের সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকেন স্বজনরা। পরবর্তীতে দুপুরের খাবার নিয়ে ট্রাইব্যুনালে প্রবেশ করেন তারা।

সারাবাংলা/আরএম/ইআ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর