Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিমন্ত্রীর মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ পেলেন সুফিউর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৬:০৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:১০

সুফিউর রহমান।

ঢাকা: সাবেক কূটনিতিক সুফিউর রহমানকে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি বিসিএস ৯ম ব্যাচের (পররাষ্ট্র) কর্মকর্তা। তিনি কূটনৈতিক হিসেবে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে মোহাম্মদ সুফিউর রহমানকে নিয়োগ দেওয়া হলো। তিনি বিশেষ সহকারি পদে থাকাকালে বেতন ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি। তিনি সুইজারল্যান্ডে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত। এ ছাড়া শ্রীলংকা, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন নিউজিল্যান্ড ও ফিজিতেও।

সারাবাংলা/জেআর/ইআ

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর