Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী বিশ্বকাপে খেলবে যে ৮ দল

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫ ১৬:২৬

নারী বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর বসবে এই বছরের শেষভাগে। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে সরাসরি সুযোগ পেয়েছিল ৬ দল। বাছাইপর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। চলুন দেখে নেওয়া যাক কোন ৮ দল অংশ নেবে এই বিশ্বকাপে।

নারী ক্রিকেটের আইসিসি ওম্যান্স চ্যাম্পিয়নশিপে ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত শীর্ষে থাকা ৫ দল সরাসরি পৌঁছে গিয়েছিল বিশ্বকাপের মূল মঞ্চে। স্বাগতিক হিসেবে আগেই মূল পর্ব নিশ্চিত করেছে ভারত। বাকি ২টি জায়গার জন্য বাছাইপর্বে লড়েছে ৬ দেশ। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত বাছাইপর্বে শেষ ম্যাচ পর্যন্ত চলেছে জমজমাট লড়াই।

বিজ্ঞাপন

টানা ৪ ম্যাচ জিতে বাছাইপর্ব থেকে সবার আগে মূল পর্বের টিকিট পেয়েছিল স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের মেয়েরা নিজেদের শেষ দুই ম্যাচ হারলেও রান রেটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে থেকে তারাও পৌঁছে গেছে বিশ্বকাপে।

বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও এবারের বিশ্বকাপে অংশ নেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। ৮ দল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। সেখান থেকে সেরা ৪ দল যাবে সেমিতে। সেমিফাইনালের সেরা দুই দল খেলবে ফাইনাল।

ভারতের ৫ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ম্যাচগুলো। তবে ভারতের মাটিতে খেলতে আসবে না পাকিস্তান। তাই তাদের ম্যাচগুলো আয়োজন করা হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। সেই ভেন্যুর নাম এখনো চূড়ান্ত করেনি ভারত।

আগামী ২৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। ২৬ অক্টোবর মুল্লানপুরের মহারাজ যুজভিন্দ্র আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই বিশ্বকাপের ফাইনাল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর