Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামা-মামিসহ ৩ জনকে হত্যার দায়ে ভাগনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৯:০৬ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২০:৪৭

মৃত্যুদণ্ডপ্রান্ত পলাতক আসামি রাজিব কুমার ভৌমিক। ছবি কোলাজ: সারাবাংলা

সিরাজগঞ্জ: মামা-মামি ও মামাতো বোনকে হত্যার দায়ে সিরাজগঞ্জের তাড়াশে ভাগনে রাজিব কুমার ভৌমিক (৩৬) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ দেন।

আদালত-৩ এর অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২০২৪ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তিনি গ্রেফতারের পর সাজা কার্যকর করা হবে।’

দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ভৌমিক উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের ছেলে। তিনি হত্যার শিকার বিকাশ সরকারের আপন ভাগ্নে।

মামলার সূত্রে জানা যায়, অর্থ লেনদেনকে কেন্দ্র করে ২০২৪ সালের ২৭ জানুয়ারি তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা এলাকার বাসিন্দা বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে (১৫) গলা কেটে হত্যা করেন রাজীব। আসামি রাজীব বিকাশ সরকারের আপন ভাগনে। এ ঘটনায় নিহত স্বর্ণা রানী সরকারের ভাই সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।

পরে মোবাইল ফোন থেকে পাওয়া মামা-ভাগনের কথোপকথনের সূত্র ধরে রাজিবকে আটক করে সিরাজগঞ্জ ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে পুলিশ রাজিব কুমার ভৌমিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্যপ্রমাণ শেষে আজ তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ভাগনের মৃত্যুদণ্ড মামা-মামি হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর