দুর্নীতির দায়ে রাজউকের সাবেক কর্মচারীর ৭ বছরের জেল
২০ এপ্রিল ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২০:৪৭
ঢাকা: অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে রাজউকের নগর পরিকল্পনা শাখার সাবেক কর্মচারী দেলোয়ার হোসেন সিকদারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) বিকেলে আসামির অনুপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান রানা।
দণ্ডিত দেলোয়ার চাঁদপুরের কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামের আব্দুল গফুর আলী সিকদারের ছেলে।
আদালত সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ধারায় দেলোয়ারকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই আইনের ২৭(১) ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। দুই ধারার সাজা একই সঙ্গে চলায় তাকে পাঁচ বছর জেল খাটতে হবে। এছাড়া আসামির জ্ঞাত আয়বহির্ভূত ও অবৈধভাবে অর্জিত ৫২ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দেলোয়ারের বিরুদ্ধে ৫২ লাখ ৯৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ৭ মে মামলা করেন দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০২৩ সালের ২২ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক খন্দকার নিলুফা জাহান। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন বিচারক।
সারাবাংলা/আরএম/এসডব্লিউ