Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির নিবন্ধন চায় ৬৫টি রাজনৈতিক দল

স্টাফ করেসপন্ডন্ট
২০ এপ্রিল ২০২৫ ২১:২৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: নির্বাচন কমিশনে নতুন করে নিবন্ধন পেতে ৬৫টি রাজনৈতিক দল আবেদন করেছে। পাশপাশি আরও ৪৬টি দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছে।

‎রোববার (২০ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ রক্ষণশীল দল (বিসিপি), জনতা কংগ্রেস পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ মুক্তি ঐক্যদল, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টি (বিএমএলপি), বাংলাদেশ রিপাবলিক পার্টি, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)। বাকি আবেদন করা দলগুলোর নাম এখনো তালিকায় ওঠেনি।

আর সময় বাড়ানোর আবেদন করা দলগুলোর মধ্যে রয়েছে- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট, আমজনতার দল, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, লেবার পার্টি বাংলাদেশ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ গ্রিন ইনভারমেন্ট পার্টি, আমার দেশ আমার অধিকার পার্টি (এনডিএপি), বাংলাদেশ গণমুক্তি পার্টি, বাংলাদেশ একুশে পার্টি, গণঅধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ ছাত্র-জনতা পার্টি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি), বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি, গণতান্ত্রিক নাগরিক শক্তি (ডিসিপি), বাংলাদেশ সমতা পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ আ-আমজনতা পার্টি।

‎চলতি বছরের ১০ মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। এর আগে ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চালু হয়। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।

বিজ্ঞাপন

‎৫ আগস্টের পট পরিবর্তনের এক মাসের মাথায় বিদায় নেন তৎকালীন ইসি। বিদ্যমান আইনের আলোকে এএমএম নাসির উদ্দিন কমিশন গঠিত হয় ২১ নভেম্বর। বর্তমান ইসির অধীনে ত্রয়োদশ সংসদে নির্বাচন হবে, এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের ফেব্রুয়ারি মধ্যে ভোট করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন তারা। অন্তর্বর্তী সরকারের তরফে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলে আসছেন। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে বিদ্যমান আইন-বিধি অনুযায়ী ১০টি তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। নিবন্ধন ফি হিসেবে দিতে হবে ৫ হাজার টাকা, যা অফেরতযোগ্য।

‎দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি, তহবিলের উৎস, দল নিবন্ধনের আবেদনকারীর ক্ষমতাপত্র, নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য ট্রেজারি চালানের কপি এবং নিবন্ধনের তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি পূরণের প্রমাণ জমা দিতে হবে।

‎সারাবাংলা/এনএল/পিটিএম

৬৫ ইসি টপ নিউজ নিবন্ধন রাজনৈতিক দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর