লা লিগা
ভালভার্দে জাদুতে শিরোপার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
২১ এপ্রিল ২০২৫ ০৯:১৭
শেষ বাঁশি বাজার আর মাত্র কয়েক মিনিট বাকি। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারানোর দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ। ঠিক সেই মুহূর্তেই হতাশায় ডুবে থাকা রিয়াল সমর্থকদের মুখে হাসি ফোটালেন ফেড্রিকো ভালভার্দে। ৯৩ মিনিটে তার চোখ ধাঁধানো এক ভলিতেই ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল। এই জয়ে বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান ধরে রেখে শিরোপার আশা এখনো বাঁচিয়ে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই ছিল রিয়ালের দাপট। নিষেধাজ্ঞার কারণে কিলিয়ান এমবাপে না থাকলেও মাদ্রিদ ফরোয়ার্ডরা একের পর এক আক্রমণে স্বস্তি দেয়নি বিলবাও রক্ষণভাগকে। প্রথমার্ধে অবশ্য গোলের তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল।
ভিনিসিয়াস জুনিয়র ও লুকা মদ্রিচ গোলের কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন। প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্যভাবেই। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ নস্ট করেছে রিয়াল। বেলিংহামের হেড ৬১ মিনিটে অল্পের জন্য জাল খুঁজে পায়নি। ৭৯ মিনিটে গোল করেছিলেন ভিনি, তবে অফসাইডের কারণে সেটা বাতিল হয়।
নির্ধারিত সময়ের খেলা শেষ হলেও গোলের দেখা পায়নি দুই দল। যোগ করা সময়ের ৩ মিনিটের মাথায় বক্সের ভেতরে বল পেয়ে ডান পায়ের দুর্দান্ত এক ভলিতে গোল করে বার্নাব্যুতে আনন্দে ভাসান ভালভার্দে। তার একমাত্র গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
সারাবাংলা/এফএম