চানখারপুলে গণহত্যা: ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা
২১ এপ্রিল ২০২৫ ১২:১২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৪:৫৭
ঢাকা:জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে এপিবিএন’র গুলিতে শিক্ষার্থী আনাসসহ ছয় জনকে হত্যা মামলায় আটজনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।
সোমবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। এটিই জুলাই গণহত্যার প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন।
এ নিয়ে এদিন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস নিহত হন। এছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এ এলাকায় নৃশংস হত্যাযজ্ঞ চলে। এতে শহিদ হন শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া। এ গণহত্যার তদন্ত শেষ হয়েছে। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটর জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ৭৯জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। প্রতিবেদনে ১৯টি ভিডিও, ১১টি পত্রিকার প্রতিবেদন, দুটি অডিও, ১১টি বই-রিপোর্ট ও ছয়টি মৃত্যু সনদ সংযুক্ত করা হয়।
চিফ প্রসিকিউটর বলেন, হাবিবুর রহমানসহ অন্য আসামিরা ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন বা তত্ত্বাবধান করেছেন বলে তদন্তে উঠে এসেছে। তারা অধীনস্থদের নির্দেশসহ সহযোগিতা ও সহায়তার মাধ্যমে এ হত্যাকাণ্ডে ভূমিকা রাখেন। এছাড়া এসব অপরাধ সংঘটন থেকে অধীনস্থদের বিরত রাখেননি বা পরবর্তী সময়ে কোনো ব্যবস্থাও নেননি তারা। এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। একইসঙ্গে শাস্তিযোগ্য অপরাধ।
এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন পরিদর্শক আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম। বাকিরা পলাতক রয়েছেন।
সারাবাংলা/আরএম/এসডব্লিউ
চাঁনখারপুলে আনাস হত্যা ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা