সুনামগঞ্জ মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা
২১ এপ্রিল ২০২৫ ১৩:৪১
সুনামগঞ্জ: পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) সকালে দিকে কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রন ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, হাসপাতালে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা নিশ্চিত করতে এবং চিকিৎসাসেবা চালু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে।
আন্দোলনকারীরা জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার বিচার না হওয়া পর্যন্ত এবং দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী হারুনুর রশিদ বলেন, ‘গেল ১৫ তারিখ থেকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে। ডিজি হেল্থসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়েছি। কিন্তু তারা আমাদের সুস্পষ্ট কোনো কিছু বলেনি। তারা আমাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিয়তায় ফেলেছে।’ এ সময় দ্রুত সুনিদিষ্ট রোডম্যাপ চান তারা।
এর আগে রোববার সকালে দ্বিতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সেনাবাহিনী এসে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তা মানেননি। এক পর্যায়ে সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে, যার ফলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যেতে বাধ্য হন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।
সারাবাংলা/এসডব্লিউ
একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর দাবি সুনামগঞ্জ মেডিকেল কলেজ