হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত
২১ এপ্রিল ২০২৫ ১৩:৫৩
ঢাকা: রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তের গুলিতে আহত ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আরিফ শিকদার (৩৫) মারা গেছেন।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরিফ।
হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এসআই জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের বোন রিমা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এসআই বলেন, ‘শনিবার (১৯ এপ্রিল) রাতে খবর পাই মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তার মুখমণ্ডলে গুলি ঢুকে কপাল দিয়ে বের হয়ে গেছে।’
নিহত আরিফের বাবা গিয়াস উদ্দিন শিকদার জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। আরিফ বর্তমানে স্ত্রীকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকতেন। সেখানে তার ওয়ার্কসপ ব্যবসা আছে।
আরিফের বাবা বলেন, ‘মগবাজার তার মামার বাসা। মাঝেমাঝেই যাইতো সেখানে। জানতে পেরেছি ঘটনার দিন আমার ছেলেরে ডেকে নিয়ে গুলি করছে। কয়েকজনকে পুলিশ ধরছে। জানিনা কি জন্য আমার ছেলেরে তারা মারল। আমার একমাত্র ছেলে আরিফ।’
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ