Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৬:১৭

ব্যবসায়ী হারুন মিয়া

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হারুন মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিং বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ এপ্রিল) রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ী হারুন মিয়া কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে। যুবদল নেতার বাসায় হারুন ভাড়া থাকতেন। তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
গ্রেফতারকৃত হারুনকে সাত দিনের রিমন্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কী না— খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসপি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

ইয়াবা টাঙ্গাইল মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর