Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হত্যাকারীরা এক সময় ছাত্রলীগে ছিল, এখন বৈষম্যবিরোধীতে যুক্ত হয়েছে’

তিতুমীর কলেজ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫ ১৭:১৯

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেছেন, এই হত্যাকারীরা এক সময় ছাত্রলীগে ছিল, এখন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছে।

জাহিদুল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল। মানববন্ধনে এমন কথা বলেন তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন । মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলও করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “ফাঁসি! ফাঁসি! চাই, খুনিদের ফাঁসি!”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

নিজের বক্তব্যে তিতুমীর কলেজ ছাত্রদলের  আহ্বায়ক ইমাম হোসেন বলেন, ‘ছাত্রদলের একজন ত্যাগী কর্মী জাহিদুল পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীরা এক সময় ছাত্রলীগে ছিল, এখন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত দুই ছাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

তিনি আরও হুঁশিয়ারি দেন, ‘যদি প্রশাসন চুপ থাকে ও কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তিতুমীর কলেজ ছাত্রদল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্মসূচি দিতে বাধ্য হবে।’

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মো. রিমু হোসেন বলেন, ‘২৪ সালের আন্দোলনের পর আমরা আর কোনো রক্তাক্ত ক্যাম্পাস দেখতে চাই না। পারভেজ হত্যার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি।’

বিজ্ঞাপন

ছাত্রদলের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

সারাবাংলা/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর