সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
২১ এপ্রিল ২০২৫ ২০:০৮ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২১:২৭
ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক সংসদ সদস্য ক্রিকেটার পোস্টার বয় সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইতোমধ্যে, দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন, সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। গত ৯ এপ্রিল তাদেরকে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেয় সংস্থাটি।
দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, সাকিব আল-হাসানের দুর্নীতি অনুসন্ধানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) চিঠি পাঠিয়েছে দুদক।
এর আগে, গত ৬ এপ্রিল দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছিলেন, সাকিবের বিরুদ্ধে নানা ‘অনিয়ম-দুর্নীতির’ অভিযোগ অনুসন্ধান চলছে। সে সময়ে তিনি বলেছিলেন, ‘আমাদের আশঙ্কা—এমনও হতে পারে, সাকিব দুদকের আসামিও হতে পারেন।’
উল্লেখ্য, সাকিব আল হাসান একসময় দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। ২০১৮ সালে দুদকের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক। দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটির হটলাইন সেবা উদ্বোধনকালেও সাকিবের সঙ্গে কাজ করেছিল কমিশন। তবে পরে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে ২০২২ সালে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেওয়ার কথা জানায় দুদক।
বিতর্ক কখনো পিছু ছাড়েনি ক্রিকেট তারকা সাকিবের। কখনো ক্রিকেট খেলা ঘিরে জুয়ারিদের সঙ্গে আতাঁত, কখনো অনলাইন জুয়ার বিজ্ঞাপনে অংশ নেওয়া আবার কখনো শেয়ার কারসাজির সঙ্গে জড়িয়ে মিডিয়ায় নেতিবাচক শিরোনাম হয়েছেন সাকিব।
সারাবাংলা/এফএন/আরএস