ফরিদপুরে গভীর রাতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ৮
২১ এপ্রিল ২০২৫ ২৩:০২
ফরিদপুর: গভীর রাতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ আওয়ামী লীগের আট যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) গভীর রাতে জেলার ঢাকা-যশোর মহাসড়কের মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর ব্রাক নার্সারি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২১ এপ্রিল) ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদ উজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার যুবকরা হলেন- সালথা উপজেলার খলিশাডুবি গ্রামের ফাহিম মাতুব্বর (১৯), হাসিবুল (১৯), আকাশ (১৯), বিল্লাল হোসেন (১৯), রবিউল ইসলাম (২০), চন্ডীপুর গ্রামের বিমল কুমার সরকার (৪৬), মধুখালী উপজেলার বাবু মোল্যা (১৯) এবং গন্দাখালী গ্রামের সোয়াদ (১৯)।
ওসি আসাদ উজ্জামান জানান, রোববার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা-যশোর মহাসড়কের জেলা সদরের মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর ব্রাক নার্সারি এলাকায় কিছু ব্যক্তি জড়ো হয়েছেন। তার সেখানে বিক্ষোভ মিছিল ও নাশকতা করবে। তখন থানা পুলিশের একটি দল গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে। এ সময় একটি ব্যানার জব্দ করা হয়। মহাসড়কে ও রেলপথে তাদের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা ছিল বলে জানায় পুলিশ।
তিনি আরও জানান, ৩০ জনের নাম উল্লেখ করে এবং ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় সোমবার সন্ধ্যায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সারাবাংলা/পিটিএম