র্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিতে যুবক নিহত
২১ এপ্রিল ২০২৫ ২৩:৫২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২৩:৫৪
বরিশাল: জেলার আগৈলঝাড়ায় র্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে সিয়াম মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম মোল্লা উজিরপুরের বাহের হাট এলাকার রিপন মোল্লার ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিব মোল্লা নামের এক যুবককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব ওই এলাকার খালেক মোল্লার ছেলে।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে র্যাব ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সাদা পোশাকে র্যাব সদস্যরা অভিযানে গেলে র্যাব সদস্যদের ওপর আকস্মিকভাবে মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। আত্মরক্ষার্থে এ সময় র্যাবও পালটা গুলি চালায়। এতে দু’জন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই একজন মারা যায়। অপর আহতকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/পিটিএম