যাত্রীবাহী বাসে তল্লাশি, বেরিয়ে এলো মাথার খুলি ও হাড়
২২ এপ্রিল ২০২৫ ০০:০৭ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০০:১০
ময়মনসিংহ: জেলার ভালুকায় যাত্রীবাহী একটি বাসে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশিতে ব্যাগের ভেতরে থাকা মানুষের মাথার খুলি ও বিভিন্ন হাড় উদ্ধার হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ এপ্রিল) দিবাগত রাতে হবিরবাড়ী সিডস্টোর বাজার এলাকায় ওই যাত্রীবাহী বাস থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- ময়মনসিংহ সদরের চরকালিবাড়ী এলাকার মো. সাইফুল (৪৫), সুতিয়াখালী গ্রামের ফারুক হোসেন ওরফে শাহিন (৪৮) ও শেরপুরের শ্রীবর্দী মাটিয়াকুড়া গ্রামের আলমগীর হোসেন (২৪)।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে শেরপুর থেকে ঢাকাগামী ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন পরিবহণের একটি বাসে নিয়মিত তল্লাশি চালায় পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। ওই বাসে তল্লাশির সময় আটককৃতদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে মানবদেহের তিনটি মাথার খুলি এবং ২৮টি হাড় এবং অারও প্রায় ৫০টি হাড়ের টুকরো ছিল। তল্লাশির পর তাদের তিনজনকে আটক এবং বাসটি জব্দ করা হয়।
এ বিষয়ে ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আটক তিনজন শেরপুর থেকে এসব হাড় ও খুলি নিয়ে ঢাকায় যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কঙ্কাল পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভরাডোবা হাইওয়ে থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
সারাবাংলা/পিটিএম