Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র-ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠকে মোদি-ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৫ ০৮:৩৩ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৯:৫৫

বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার (২১ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন এই দুই নেতা। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে জ্বালানি, প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তিসহ নানা খাতে সহযোগিতার সম্পর্ক জোরদারে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছেন মোদি ও ভ্যান্স। একই সঙ্গে তারা আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেছেন।

বিজ্ঞাপন

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর গত ফেব্রুয়ারিতে তার সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন মোদি। এখন জেডি ভ্যান্সের এই সফর হচ্ছে ভারতে ট্রাম্পের বর্তমান প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার সফর।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকে ট্রাম্পের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি জানান, চলতি বছরের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের জন্য অপেক্ষা করছেন।

এদিকে, ইতালির রাজধানী রোম থেকে সোমবার পরিবারসহ নয়াদিল্লিতে পৌঁছান জেডি ভ্যান্স। দেশটিতে চার দিন অবস্থান করবেন তিনি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আগ্রার তাজমহল পরিদর্শন করবেন এবং জয়পুর শহরে একটি ভাষণ দেবেন। ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স ভারতীয় বংশোদ্ভূত।

বিজ্ঞাপন

চলতি মাসের শুরুর দিকে বিভিন্ন দেশের মতো ভারতীয় পণ্যের ওপরও উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। ওই শুল্ক এড়ানোর জন্য জোর তৎপরতা চালাচ্ছে নয়াদিল্লি। রয়টার্সের জানিয়েছে, একটি বাণিজ্য চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আমদানি করা অর্ধেকের বেশি পণ্যের ওপর শুল্ক কমাতে চায় নরেন্দ্র মোদির সরকার।

ট্রাম্পের ৯ এপ্রিলের ঘোষণা অনুযায়ী, আপাতত ৯০ দিনের জন্য ভারতসহ বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক স্থগিত রয়েছে। এ সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে ভারত। গতকাল ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, আগামী শরতের আগেই দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তির প্রথম ধাপ ইতিবাচকভাবে শেষ হবে বলে আশা করছে নয়াদিল্লি।

উল্লেখ্য, ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে দুই দেশের মধ্যে ১২৯ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল। ওই বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ৪৫ দশমিক ৭ বিলিয়ন ডলার উদ্বৃ্ত্ত ছিল ভারতের।

সারাবাংলা/এসডব্লিউ

বৈঠকে মোদি-ভ্যান্স যুক্তরাষ্ট্র-ভারতের বাণিজ্য সম্পর্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর