Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৫ ০৯:১১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১১:১০

গাজায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত।

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে আরও ২৯ জন নিহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) চালানো হামলায় গাজা সিটির একটি ক্যাম্পে চার জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্যকর্মীরা।

এদিকে, গাজার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল ক্যাম্পগুলোতে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন কাতারের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ আল-খুলাইফি।

আল-খুলাইফি বলেন, ‘গত এক মাস ধরে ইসরায়েল পুনরায় গাজায় সামরিক অভিযান শুরু করার পর আলোচনা থেমে গেছে, কোনো সমঝোতা হয়নি। আলোচনার গতি নিয়ে আমরা স্পষ্টভাবে হতাশ। এটি অত্যন্ত জরুরি একটি বিষয় কারণ প্রতিদিন মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন ধরে আমরা অবিরাম চেষ্টা করছি দুই পক্ষকে আবার আলোচনায় বসাতে ও সেই চুক্তি পুনরুজ্জীবিত করতে, যা পূর্বে দুই পক্ষই সমর্থন করেছিল। কিন্তু আমরা সফল হয়নি। এরপরও সব ধরনের বাধা পেরিয়ে আমরা এই প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ থাকব।’

এদিকে, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করছে গাজার ফিলিস্তিনিরা।

গাজায় প্রায় ১৮ মাস ধরে সংঘাত চলছে। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৫১ হাজার ২৪০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৯৩১ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০। কারণ ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছে তাদেরও নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

গাজা-ইসরায়েল সংঘাত গাজায় ইসরায়েলের হামলা নিহত

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর