ম্যাচ হেরে মেজাজ হারালেন ‘শান্ত ছেলে’ হামজা
২২ এপ্রিল ২০২৫ ১০:০৭
প্রিমিয়ার লিগে ওঠার দৌড়ে ম্যাচটা ছিল তাদের জন্য রীতিমত বাঁচা মরার লড়াই। বার্নলির বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেষ পর্যন্ত জিততে পারল না হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। আর এতেই আগামী সরাসরি প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল তাদের। এমন ম্যাচে হারের পর মেজাজটাও ধরে রাখতে পারলেন না হামজা। ম্যাচ শেষে প্রতিপক্ষের সমর্থকদের সঙ্গে হামজা জড়িয়ে পড়েছিলেন বাকবিতণ্ডায়।
শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে বার্নলি। তাদের কাছে হেরে শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা শেষ হয়ে গেল শেফিল্ডের। চ্যাম্পিয়নশিপের শীর্ষ ২ দল সরাসরি খেলে প্রিমিয়ার লিগে। শেষ স্পটের জন্য পরের ৪ দল নিজেদের মধ্যে খেলবে প্লে-অফ।
তৃতীয় স্থান নিশ্চিত করা শেফিল্ডকেও তাই প্রিমিয়ার লিগে খেলার জন্য অপেক্ষা করতে হবে প্লে-অফ পর্যন্ত। বার্নলির কাছে হারের পর তাই অনুমেয়ভাবেই বিধ্বস্ত ছিলেন দলের সবাই। তাদের মধ্যে হামজাও ছিলেন।
বার্নলির কাছে হারের পর প্রতিপক্ষের কয়েকজন সমর্থক মাঠে ঢুকে হামজার উদ্দেশে কিছু বলেন। আর এতেই চটেছেন নিজের শান্ত ও হাসিখুশি স্বভাবের জন্য সুপরিচিত এই বাংলাদেশি ফুটবলার। প্রতিপক্ষের সমর্থকদের দিকে তেড়েফুঁড়ে গেলে নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেন। অনেক তর্ক বিতর্কের পর হামজাকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।
মাঠে এমন আচরণের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বার্নলি সমর্থকদের তোপের মুখে পড়েছে হামজা। ম্যাচ হারের হতাশাটা সমর্থকদের ওপর ঝেড়েছেন হামজা, বার্নলির ভক্তদের অভিযোগ ছিল এমনটাই।
সারাবাংলা/এফএম