Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ ঘণ্টা ধরে অনশনে চবির চারুকলার শিক্ষার্থীরা

চবি ডেস্ক
২২ এপ্রিল ২০২৫ ১০:০৪ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১২:৪৮

২০ ঘন্টা ধরে আমরণ অনশন করছেন ইন্সটিটিউটের নয় জন শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো: নির্ধারিত সময়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে না আনার প্রতিবাদে ২০ ঘণ্টা ধরে আমরণ অনশন করছেন ইন্সটিটিউটের ৯ শিক্ষার্থী।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এরপর বিকেল ৩টা থেকে মঙ্গলবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনশন করছেন তারা।

বিজ্ঞাপন

অনশনরত শিক্ষার্থীরা হলেন- চারুকলা ইন্সটিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হাসান সোহেল, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের খন্দকার মাসরুল আল ফাহিম, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসরাত জাহান ইয়াসিন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মালিহা চৌধুরী, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসরাত জাহান, ২০২২-২৩ শিক্ষাবর্ষের নুসরাত জাহান ইপা, ২০১৯-২০ শিক্ষাবর্ষের নূর ইকবাল সানি, তরিকুল ইসলাম মাহী এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাহমুদুল ইসলাম মিনহাজ।

শিক্ষার্থীরা জানান, বারবার আশ্বাস দেওয়ার পরও চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তর করা হয়নি। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় এবার তারা অনশন কর্মসূচিতে বসেছেন।

অনশনে বসার পর রাতে শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন চেষ্টা করলেও অনশন ভাঙেননি শিক্ষার্থীরা। দীর্ঘক্ষণ ধরে অনশন করার ফলে নারী শিক্ষার্থীরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে অনশনরত চারুকলা ইন্সটিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হাসান সোহেল সারাবাংলাকে বলেন, ‘আমরা চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য অনশন করছি। এটা আমাদের ন্যায্য দাবি। কিন্তু প্রশাসন আমাদের বারবার নির্ধারিত তারিখের কথা বলেও কথা রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরার প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত আমরা অনশন ভাঙব না।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার বিষয়টি আমরা একাডেমিক কাউন্সিলে পাস করিয়েছি। আগামী ১৪ মে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হবে, আমাদের প্রচুর কাজ রয়েছে। সমাবর্তন শেষ করে আমরা সিন্ডিকেট মিটিং করে প্রজ্ঞাপন জারি করর। শিক্ষার্থীদের কাছে এটুকু সময় আমরা চেয়েছি। শিক্ষার্থীদের আমাদের পরিস্থিতি ও বিবেচনা করা উচিত।’

সারাবাংলা/এমআর/এসডব্লিউ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে না আনার প্রতিবাদে অনশন শিক্ষার্থীদের অনশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর