Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারভেজ হত্যা: বাতিল হতে পারে ২ ছাত্রীর ছাত্রত্ব

মেহেদী হাসান, স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১২:০৩

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মম ভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত দুই ছাত্রী ফাতেমা তাহসিন ঐশী ও ফারিয়া হক টিনার বিরুদ্ধে মামলা না হলেও পালিয়ে বেড়াচ্ছেন তারা। এ ছাড়া এখনো ধরাছোঁয়ার বাইরে ঐশীর প্রেমিক পিয়াস এবং তার দুই বন্ধসহ পারভেজকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত গ্যাং স্টার গ্রুপের সদস্যরা।

বিজ্ঞাপন

এদিকে পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় টিনা ও ঐশীর ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ইউনিভার্সিটি অব স্কলার্সের রেজিস্ট্রার ক্যাপ্টেন আলী খন্দকার বলেন, আমরা অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তদন্ত কাজ শুরু করেছি। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম হতে আমরা জানতে পারি যে, এই ঘটনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের দুই জন ছাত্রীর সংশ্লিষ্টতা ছিল। প্রাথমিক তদন্তের মাধ্যমে প্রাপ্ত সংশ্লিষ্ট দুই জন ছাত্রী হলো ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজী বিভাগের ফারিয়া হক টিনা।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাহ্যিক অবস্থা বিবেচনা করে তদন্তের ফলাফল বা পুলিশি কোন তদন্ত রির্পোট হাতে না পাওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তাদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল করা সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সোমবার (২১ এপ্রিল) এই দুই ছাত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তবে টিনাকে বাঁচাতে একটা পক্ষ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। টিনা তাদের খুব কাছের হওয়ায় তারা সামাজিক যোগাযোগমাধ্যমেও টিনার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি, তাকে বাঁচিয়ে ঐশীকে একা দোষী করার জন্য বিভিন্ন গ্রুপও খোলা হয়েছে। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষকও তৎপরতা চালিয়ে যাচ্ছেনা বলে তথ্য সারাবাংলার হাতে এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে জানা গেছে, বন্ধুদের সঙ্গে হাসাহাসিকে টিনা ও ঐশী ইফটিজিং মনে করেছে। আসলে সেরকম কিছু ঘটেনি। তারপরও পারভেজ ক্ষমা চেয়েছে। কিন্তু তখন ঐশী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে পারভেজকে হুমকি দিয়ে বলেছে যে, তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। এরপরই ঐশী তার প্রেমিক পিয়াসকে দুই বন্ধুসহ ফোন করে ডেকে আনে। পরে পিয়াস মহাখালীর কিছু সন্ত্রাসী ডেকে এনে পারভেজের ওপর হামলা চালায়।

শুধুই কি হাসাহাসি নাকি রাজনৈতিক কারণ আছে- এ নিয়ে সূত্র জানায়, হাসাহাসি সেটি একটি কারণ আছে। পারভেজ কোনো রাজনীতি করত না। তবে পারভেজ এনসিপির লোকজনের সঙ্গে বেশি যোগাযোগ ছিল। পারভেজ আসেপাশে সেদিন যারা ছিল তারা আবার এনসিপির বনানী এলাকার পদ ধারী। যারা কুপিয়েছে তাদের মধ্যে ছাত্রলীগের কয়েকজন নেতাও রয়েছে। তারা হত্যার উদ্দেশ্যেই চাপাতি নিয়ে এসেছিল। সব মিলিয়ে হত্যাকারীরা সুযোগে একটা অন্য রকম পরিবেশ তৈরি করতে চেয়েছিল।

পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই জন ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় পাওয়া গেছে। তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত তিন জনের একজন মো. মাহাথির হাসান। কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বহিরাগত সন্ত্রাসী এনে পারভেজের উপর হামলা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপর আরেক ছাত্রলীগ নেতা মো. নাসিম হোসাইন। তিনি বনানী থানা ১১ নম্বর ওয়ার্ড অন্তর্গত টিএনটি ইউনিট ছাত্রলীগের সাধারণ সম্পাদক। নাসিম একটি গ্যাংয়ের লিডার বলেও জানা গেছে।

এদিকে প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত তিন জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সোমবার (২১ এপ্রিল) আদালতে তোলা হলে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। মিডটার্ম পরীক্ষা শেষে ১৯ এপ্রিল বিকেল ৩টায় বন্ধু তরিকুল, সুকর্ণ, ইমতিয়াজসহ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের বিপরীতে র‌্যানকন বিল্ডিংয়ের সামনের একটি পুরি-শিঙাড়ার দোকানে দাঁড়িয়ে কথাবার্তার সময় হাসাহাসি করছিলেন। তখন তাদের পেছনেই দাঁড়ানো ছিল ইউনিভার্সিটি অব স্কলারসের দুই জন ছাত্রী ঐশী ও টিনা। পারভেজ তাদের নিয়ে হাসাহাসি করেছে কিনা জানতে আসেন ওই দুই ছাত্রীর তিনজন বন্ধু। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং এ ঘটনা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস পর্যন্ত গড়ায়। শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হওয়ার পরও বিশ্ববিদ্যালয় থেকে বের হতেই গেটের সামনে পারভেজের ওপর হামলা করা হলে ছুরিকাঘাতে মারা যান তিনি।

সারাবাংলা/এমএইচ/ইআ

ছাত্রত্ব সাময়িক স্থগিত জাহিদুল ইসলাম পারভেজ পারভেজ হত্যাকাণ্ড প্রাইম এশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর