Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটিএম আজহারের আপিল শুনানি পিছিয়ে ৬ মে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১১:১১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৪:২৭

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি পিছিয়ে আগামী ৬ মে দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ৬ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। ওই দিন আপিল বিভাগের কার্যতালিকায় এটিএম আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে বলে আদেশে বলা হয়েছে।

আদালতে এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ শুনানি করেন।

এ সময় জামায়াতের সেক্রেটারির জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে, ২১ এপ্রিল শুনানির জন্য আজ দিন ঠিক করে আদেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বে আপিল বিভাগ। আজহারের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

গত ২৬ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারকে আপিলের অনুমতি দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

সারাবাংলা/আরএম/ইআ

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম

বিজ্ঞাপন

বায়ু দূষণে ৩য় ঢাকা
৩০ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

আরো

সম্পর্কিত খবর