Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চানখারপুলে ৬ হত্যা: ট্রাইব্যুনালে চার আসামি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১২:৩১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৪:২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে আনাসসহ ছয় জনকে হত্যা মামলায় চার জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ট্রাইব্যুনালে তাদের আনা হয়। এদিন আসামিদের বিরুদ্ধে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এ মামলায় আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও সময় নেবে প্রসিকিউশন। এর আগে, ২৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই মাস সময় চাওয়া হয়। আবেদন মঞ্জুর করে ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য রেখেছেন ট্রাইব্যুনাল।

ওই দিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্র্যাইব্যুনাল এ আদেশ দেন। বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, বিএম সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম সরদার ও গাজী এমএইচ তামিম।

সারাবাংলা/আরএম/ইআ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চাঁনখারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর