আগুনে পুড়েছে সাগর-রুনি হত্যা মামলার নথি— হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ
২২ এপ্রিল ২০২৫ ১২:৪১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৪:২৬
ঢাকা: ডিবিতে থাকা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ কথা জানানো হয়।
রাষ্ট্রপক্ষ জানায়, ডিবির কার্যালয়ে অগ্নিকাণ্ডে মামলার সংরক্ষিত কিছু নথি আগুনে পুড়ে গেছে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ হাইকোর্টকে জানান, এ মামলার তদন্তের অগ্রগতি হচ্ছে। মামলার তদন্ত শেষ করতে জোরালো প্রচেষ্টা চলছে। কিন্তু আরও কিছু সময় প্রয়োজন। এজন্য ৯ মাস সময় দেওয়া হয়। পরে ২২ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করতে বলেন হাইকোর্ট।
এদিকে রাষ্ট্রপক্ষের এই বক্তব্য আদালতে উপস্থাপনের পর মামলার বিচারপ্রক্রিয়া ও ন্যায়বিচারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর তদন্ত থেকে র্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
সারাবাংলা/আরএম/ইআ