‘সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্য সঠিক নয়’
২২ এপ্রিল ২০২৫ ১৩:৩৩ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৭:২২
ঢাকা: ডিবি কার্যালয়ে থাকা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে যাওয়া তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এদিন আলোচিত এ হত্যা মামলার নথি আংশিক পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। এর কিছুক্ষণ পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, আগুনে কোনো নথি পুড়ে যায়নি। এ ধরনের তথ্য সঠিক নয়।
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করতে আরও ছয় মাসের সময় চেয়েছে টাস্কফোর্স। পরে তা মঞ্জুর করেন আদালত। এ ছাড়া তদন্তের জন্য আরও ৯ মাস সময় চান রাষ্ট্রপক্ষ। আদালত ছয় মাস সময় দেন। হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মামলায় বাদী পক্ষের শুনানি করেন আইনজীবী শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুহাম্মদ তালেবুর রহমান ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) বলেন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত সাগর-রুনী হত্যা মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে যাবার তথ্যটি সঠিক নয়।
আরও পড়ুন- আগুনে পুড়েছে সাগর-রুনি হত্যা মামলার নথি— হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
সারাবাংলা/আরএম/ইউজে/ইআ