Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজহারের আপিল শুনানি পেছানোয় ক্ষুব্ধ হলেও হতাশ নই: গোলাম পরওয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৪:১০ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৬:৫৩

শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

ঢাকা:  জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি পেছানোয় ‘আমরা ক্ষুব্ধ হলেও হতাশ নই’ বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে আপিল বিভাগের শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আজহারুল ইসলামের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, এতো বছর পরও তিনি মুক্তি পাননি। যা খুবই বেদনাদায়ক।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর আমরা অনেক পরিবর্তন দেখেছি। আগের সরকারের সময়ে ফ্যাসিবাদের শিকার হওয়া অনেকেই মুক্ত হচ্ছেন। অথচ এটিএম আজহারের এখনো কারাগারে রয়েছেন। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তবে এতদিনেও কেন ন্যায়বিচার মিলছে না এটিই আমাদের প্রশ্ন।’

উল্লেখ্য, মানবতারোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়ে আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে এবং  কার্যতালিকায় শীর্ষে থাকবে বলে আদেশে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও আইনজীবী শিশির মনির।

আইনজীবী শিশির মনির বলেন, ‘আজ সব বিচারপতি না বসায় শুনানি পিছিয়েছে। কেননা আগে আপিল বিভাগের বেঞ্চে পাঁচ জন বিচারপতি ছিলেন। সম্প্রতি দুই জন নিয়োগের ফলে সাত জন হয়েছেন। তাই আগামী ৬ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হবে। মামলার গুরুত্বের কারণেই শুনানি পেছানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার হলে আজহারুল ইসলাম ফাঁসির দণ্ড থেকে রেহাই পেতেন বলে আমরা বিশ্বাস করি। এছাড়া যারা দেশে-বিদেশে এ নিয়ে আবেগ প্রকাশ করছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আগামী শুনানিতে ইতিবাচক কিছু দেখতে পাবো বলে আমরা আশাবাদী।’

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম পিছিয়েছে আপিল শুনানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর