আইন মন্ত্রণালয়ের কাছে ইশরাকের বিষয়ে পরামর্শ চেয়ে ইসি’র চিঠি
২২ এপ্রিল ২০২৫ ১৪:২৯ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৬:৫২
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণায় ইশরাক হোসেনের গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২২ এপ্রিল) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আখতার আহমেদ বলেন, আদালতের নির্দেশনার পর এখন গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি। মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবে এই ইসি সচিবালয়। আর গেজেট প্রকাশ হলে তা পরবর্তীতে শপথ আয়োজনের বিষয়ে পদক্ষেপ নেবে স্থানীয় সরকার বিভাগ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেন আদালত। সেই সঙ্গে বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন।
নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায়ের কপি গত সপ্তাহে ইসিতে আসার পরই আইন মন্ত্রণালয়ের কাছে মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
সারাবাংলা/এনএল/এমপি