পারভেজ হত্যার ঘটনায় প্রাইম এশিয়ার ৩ শিক্ষার্থী বহিষ্কার
২২ এপ্রিল ২০২৫ ১৫:০১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৬:৫২
ঢাকা: রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়টিতে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রায়হানা বেগম।
এদিকে, পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, রোববার ভোরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির।
উল্লেখ্য, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। মিডটার্ম পরীক্ষা শেষে ১৯ এপ্রিল বিকেল ৩টায় বন্ধু তরিকুল, সুকর্ণ, ইমতিয়াজসহ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের বিপরীতে র্যানকন বিল্ডিংয়ের সামনের একটি পুরি-শিঙাড়ার দোকানে দাঁড়িয়ে কথাবার্তার সময় হাসাহাসি করছিলেন। তখন তাদের পেছনেই দাঁড়ানো ছিল ইউনিভার্সিটি অব স্কলারসের দুজন ছাত্রী ঐশী ও টিনা। পারভেজ তাদের নিয়ে হাসাহাসি করেছে কিনা জানতে আসেন ওই দুই ছাত্রীর তিনজন বন্ধু। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং এ ঘটনা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস পর্যন্ত গড়ায়। শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হওয়ার পরও বিশ্ববিদ্যালয় থেকে বের হতেই গেটের সামনে পারভেজের ওপর হামলা করা হলে ছুরিকাঘাতে মারা যান তিনি।
সারাবাংলা/এমএইচ/এমপি