চানখারপুলে ৬ হত্যা: আনুষ্ঠানিক অভিযোগ জমা ২৫ মে
২২ এপ্রিল ২০২৫ ১৫:১৮ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৬:৫২
ঢাকা: জুলাই-আগস্টে রাজধানীর চানখারপুলে আনাসসহ ছয় জনকে হত্যা মামলায় আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের জন্য ২৫ মে পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
বাকি দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, শহিদুল ইসলাম সরদার ও গাজী এমএইচ তামিম।
চিফ প্রসিকিউটর বলেন, চানখারপুলে গণহত্যার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের আজ নির্ধারিত সময় ছিল। কিন্তু এর দুদিন আগেই পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। তবু আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের জন্য আমরা চার সপ্তাহের সময় চেয়েছি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে ২৫ মে ধার্য করেছেন।
তিনি বলেন, আইন অনুযায়ী তদন্ত প্রতিবেদন দাখিলের পর পর্যালোচনা বা বিশ্লেষণ করেন চিফ প্রসিকিউটর। পর্যালোচনায় এসব আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পেলে আনুষ্ঠানিক চার্জ আদালতের কাছে দাখিল করা হবে। আর যথাযথ না হলে পুনরায় তদন্ত করার এখতিয়ার রয়েছে। তবে এ মামলায় আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বহু প্রমাণ মিলেছে।
সারাবাংলা/আরএম/ইআ