Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি: যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৫:৫০ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৭:৩৩

শিক্ষা মন্ত্রণালয়। ছবি: সারাবাংলা

ঢাকা: কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচীর পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান এই বিবৃতিতে সই করেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেল অবরোধসহ বিভিন্ন কর্মসূচী পালন করে। এতে জনদূর্ভোগের পাশাপাশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অস্থিরতা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর ছাত্র প্রতিনিধিগণ ২১ এপ্রিল সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এর সঙ্গে এ বিভাগের সম্মেলন কক্ষে সাক্ষাৎ করেন। এ সময় কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্র প্রতিনিধিদের ৬ দফা দাবির মধ্যে যৌক্তিক দাবিগুলো পূরণের লক্ষ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ (টিএমইডি) আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আন্দোলনরত ছাত্রদের সকল কর্মসূচী প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।

ইতোমধ্যে, যৌক্তিক দাবিগুলো পূরণের লক্ষ্যে এ বিভাগ, কারিগরি শিক্ষা অধিদফতর, আইইবি, আইডিইবি এবং ছাত্র প্রতিনিধিসহ আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি স্বপ্ন, মধ্য ও দীর্ঘমেয়াদী দাবীগুলো পূরণে সুপারিশ প্রণয়ন করবে। উক্ত সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সঙ্গে ৬ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ছাত্রদের ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে আন্দোলনরত ছাত্ররা তাদের আন্দোলন কর্মসূচী স্থগিত করে ক্লাসে ফিরে যাবে এবং শিক্ষাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে মর্মে ঘোষণা করেছে। আন্দোলনরত ছাত্রদের কর্মসূচী প্রত্যাহারের মাধ্যমে কারিগরি শিক্ষাঙ্গণে অস্থিরতা দূর হয়ে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে আশা করা যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর