Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে বজ্রপাতে মাঝি নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৬:০০ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৬:০২

নিহত মাঝি জিলান মিয়া।

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে নৌকা চালানোর সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জিলান মিয়া উপজেলার বাঘমারা পশ্চিম পাড়া এলাকার নাসিম মিয়ার ছেলে। তিনি পেশায় নৌকা চালক। দুই পুত্র ও এক কন্যা সন্তানের বাবা ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, জিলাল মিয়া প্রতিদিনের মতো ইঞ্জিন নৌকা নিয়ে সকালে উজান গঙ্গাপুর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারে আসার পথে আকস্মিক বজ্রপাত আঘাত করে মাঝি জিলান মিয়াকে। ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা ছিলেন অক্ষত। জিলান মিয়াকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান। তিনি জানান, প্রতিদিনের মতো জিলান মিয়া নদীতে নৌকা চালাতে বের হোন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান জিলান মিয়া।

সারাবাংলা/এসডব্লিউ

বজ্রপাতে মাঝি নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর