Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৬:০১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৭:৩৩

প্রতীকী ছবি

খুলনা: খুলনার ফুলতলায় সুমন মোল্লা (২৮) নামের একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সুমন ওই এলাকার রকিব উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামিরা বাজারের উদ্দেশে তিনি দুপুর ১টা ৪০ মিনিটে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে এক কিলোমিটার যাওয়ার পর তিনি পিপরাইল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে আসা তিনি যুবক তার গতিরোধ করে। এর পর সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকের একজন তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার ডান থুতনি ভেদ হয়ে বের হয়ে যায়। এ সময়ে সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়। তখন সন্ত্রাসীরা গুলি করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়ার গুলির শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা দেয়। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো