Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাউজানে গুলি করে বিএনপিকর্মী খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৬:০৮ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৭:৩৩

বিএনপি নেতা মো. ইবরাহীম (২৬)।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় তিনদিনের ব্যবধানে বিএনপির এক কর্মীকে গুলি করে খুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শমসের নগর এলাকায় এ ঘটনা ঘটে।

খুনের শিকার মো. ইবরাহীম (২৬) নামে ওই যুবক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বলে স্থানীয়ভাবে জানা গেছে।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) রাতে রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামে মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) নামে এক যুবদল কর্মীকে গুলি করে খুন করার ঘটনা ঘটেছিল। তিনিও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘রাউজানের শীর্ষসন্ত্রাসী রায়হানের নেতৃত্বে এ খুনের ঘটনা ঘটেছে। ইবরাহীমের মাথার পেছনে গুলি লেগেছে। সে আগে ছাত্রদল করত। এখন কি করে সেটা স্পষ্ট বলতে না পারলেও সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল।’

আগের খুনের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আগের খুনের সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও যতটুকু জানতে পেরেছি বিএনপির অন্তঃকোন্দলে এ ঘটনা ঘটেছে। আমরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়েছি। এ ঘটনায় আরও এক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাকেও চমেকে পাঠানো হয়েছে।’

এদিকে ঘটনাস্থলে থাকা আবদুল হালিম নামে এক যুবদল নেতা সাংবাদিকদের বলেন, ‘ইবরাহীম আমার ভাতিজা হয়। আমরা একসঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। সিএনজিচালিত অটোরিকশা করে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী ইব্রাহিমকে মাথায় গুলি করে দ্রুত চলে যায়। আমরাও যে যেদিকে পেরেছি পালিয়ে গিয়েছি। রাউজানে আর কত রক্ত ঝরলে, আর কত প্রাণ গেলে এসব বন্ধ হবে। আমরা এর বিচার চাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এমপি

চট্টগ্রাম বিএনপি নেতা খুন

বিজ্ঞাপন

১ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি
২২ এপ্রিল ২০২৫ ১৯:২৩

আরো

সম্পর্কিত খবর