Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় তুচ্ছ ঘটনায় হামলা, চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৬:২৪ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৬:২৯

প্রতীকী ছবি

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলায় আহত বাদশা মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১১ জন।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তিনি মারা যান।

বাদশা মিয়া উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) উপজেলার মন্ডলেরহাট বাজারে রাস্তার ধারে অবস্থিত আওয়ামী লীগ নেতা বাবুর ওষুধের দোকানের সামনে দুই পক্ষের মারামারি হয়। এতে উভয়পক্ষে আহত হন অন্তত ১১ জন। আহতদের মধ্যে অধিকাংশই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার জনৈক শফিকুল ইসলাম ওরফে শফিক মোটরসাইকেল চালিয়ে বাবুর দোকানের সামনে রাস্তার ধারে বেঞ্চে ধাক্কা দেয়। এতে বেঞ্চে বসে থাকা দুই ব্যক্তি পড়ে যান। এ নিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে মারামারি বাঁধে। পর্যায়ক্রমে সৃষ্টি হয় দুই পক্ষের ধাওয়া পালটা ধাওয়া।

এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম বাদী হয়ে একপক্ষে ও গোলাম কাদের অপরপক্ষে (নিহত বাদশা মিয়ার পক্ষে) থানায় পৃথক দু’টি মামলা করেন।

থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, বাদশা মিয়া মারা যাবার বিষয়টি তিনি শুনেছেন। পূর্বের কর্মস্থল অন্য জেলায় কোর্টে স্বাক্ষী দিতে গেছেন। তাই, তিনি আর বেশি কিছু বলতে পাচ্ছেন না।

ছাপড়হাটী ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, শফিক বিএনপি করেন। বাদশা মিয়া কোনো রাজনীতি করেন না। এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। তবে, অন্য কোনো ঘটনা থাকতে পারে। ওষুধের দোকানদার বাবু আওয়ামী লীগ করে। বাবু একই গ্রামের মৃত মহসিন আলী মাস্টারের ছেলে।

বিজ্ঞাপন

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বাদশা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই

চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু নিহত বৃদ্ধের মৃত্যু হামলায় নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর