Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ
সিটি কলেজের নামফলক খুলে নিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৭:১৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৮:১৯

সিটি কলেজের নামফলক খুলে নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে রাজধানীর ঢাকা সিটি কলেজের নামফলক খুলে নিয়ে গেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেইসঙ্গে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে এমন চিত্রই দেখা গেছে। সায়েন্সল্যাব মোড়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করায় সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তবে সংঘর্ষ থামাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে বিরাজ করছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের নামফলক তুলে নিয়ে যায়। সংঘর্ষের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সংঘর্ষের বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, সোমবার (২১ এপ্রিল) ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল। পূর্বশত্রুতার জের ধরে ঢাকা সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত। ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর জেরেই আজ এই ঘটনা।

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক জানান, ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার মূল কারণ জানা যায়নি।

এর আগে, গত ১৫ এপ্রিল রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/ইআ

ঢাকা কলেজ সিটি কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর