Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৭:০৯ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৭:৩৩

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পালটাধাওয়া ও মারামারিতে আহত অন্তত ১০ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন— ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব (১৮), সিয়াম (১৭), রাজীন (১৮), সাফাত (১৮), আবিদ (২২), নিলয় (২৫) ও তানভির ইসলাম তুহিদ (২৪)। সিটি কলেজের শামীম (১৮)। এ ছাড়া আহত হয়েছেন পথচারী মো. সানি (৩২)।

বিজ্ঞাপন

ঢাকা কলেজের আহত এক শিক্ষার্থী বলেন, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজের শিক্ষার্থীকে মারধর করে। তারই জেরে আজ এই ঘটনা ঘটে থাকতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, দুপুর থেকে বিকেল পর্যন্ত দশজনের মত শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছিল। তাদের সবাই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারো অবস্থা গুরুতর নয়।

সারাবাংলা/এসএসআর/এইচআই

আহত ঢাকা কলেজ ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ সিটি কলেজ

বিজ্ঞাপন

১ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি
২২ এপ্রিল ২০২৫ ১৯:২৩

আরো

সম্পর্কিত খবর