Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে কোরআন তিলাওয়াতের সময় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৭:৩২

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াতের সময় মসজিদের ভেতরেই মৃত্যু হয়েছে এক যুবকের।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ডোমার উপজেলার জামিরবাড়ী পাটোয়ারী পাড়া জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম সাজু ইসলাম (২২)। তিনি ওই এলাকার মমিনুর রহমানের ছেলে।

পাটোয়ারী পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব বলেন, ‘ফজরের নামাজের পর অন্যান্য সময়ের মতোই সাজু মসজিদের ভেতরে বসে কোরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ তিনি পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি মারা গেছেন। আমরা সবাই হতবাক হয়ে যাই।’

ইমাম আরও বলেন, ‘সাজু ছিলেন এলাকার মধ্যে সব থেকে ভদ্র তরুণ। এমন একটি পরিপূর্ণ আমলি জীবন এবং মসজিদের ভেতর মৃত্যু—এটি নিশ্চয়ই তার সৌভাগ্য। এমন মৃত্যু আল্লাহ যাকে দেন, তিনি অবশ্যই প্রিয় বান্দা।’

প্রতিবেশী শাকিল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় সাজুর মতো ছেলে আর একটাও নেই। তিনি অনেক ভদ্র ছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজ তো ছিলোই, পাশাপাশি তাহাজ্জুদের নামাজও নিয়মিত আদায় করতেন। তার জীবনের লক্ষ্য ছিল মসজিদ কেন্দ্রিক। অল্প সময়ের জীবনে যতটুকু সাধ্য তার সবটাই আল্লাহর পথে ব্যয় করেছেন তিনি। মসজিদের বাইরে তিনি ছোট পরিসরে ফার্মহাটে ব্যবসাও করতেন।’

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এটি স্বাভাবিক মৃত্যু বলে তিনি জানান। বেলা আড়াইটায় ডোমার উপজেলার জামিরবাড়ী পাটোয়ারী পাড়ার নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সারাবাংলা/এমপি

মসজিদ মৃত্যু

বিজ্ঞাপন

১ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি
২২ এপ্রিল ২০২৫ ১৯:২৩

আরো

সম্পর্কিত খবর