Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎৪৪তম বিসিএস’র ২২২ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৭:৫০ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৯:৩৭

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ছবি: সংগৃহীত

‎ঢাকা: প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৪তম বিসিএসের ২২২ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

‎মঙ্গলবার (২২ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৪৫ জন এবং সাধারণ ক্যাডারের পদসমূহের ১৮৭ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর ই-মেইলে আবেদনের পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।

‎স্থগিতকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে bpsc.teletalk.com.bd প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ৮ মে ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অনেক প্রার্থী ৪৪তম বিসিএসের ভাইভা দিচ্ছেন। ফলে তারা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এ দাবি নিয়ে তারা টানা আন্দোলনও করেন।

‎তাই তাদের এ দাবির বিষয়ে পর্যবেক্ষণ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কারও কারও ৪৪তম বিসিএসের ভাইভা পড়ে যায়। পরে তাদের মৌখিক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পিএসসি।

‎সারাবাংলা/এনএল/পিটিএম

৪৪তম বিসিএস টপ নিউজ মৌখিক স্থগিত

বিজ্ঞাপন

১ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি
২২ এপ্রিল ২০২৫ ১৯:২৩

আরো

সম্পর্কিত খবর