Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লবণের মাঠ দখল নিয়ে ‘গোলাগুলি’, আহত ৩০

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৮:২১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৯:৩৭

লবণের মাঠ দখল নিয়ে ‘গোলাগুলি’। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্থানীয়দের দু’গ্রুপে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, লবণের মাঠ দখলকে কেন্দ্র করে সংঘাতের এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার উপকূলীয় সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এরা হলেন- মোহাম্মদ ফোরকান (৩০), মোহাম্মদ মাহিম (১৮), আজিজুর রহমান (৫০), নুর হোসেন (৩৭), মোহাম্মদ দেলোয়ার (৩৮), শাহজাহান (৩০), মোহাম্মদ রুবেল (৩১), জমির উদ্দীন (৫০) ও আবদুল করিম (৪৫)। আহত আরও ১৫ থেকে ২০ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, উত্তর সরলের নতুন বাজার এলাকায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দু’পক্ষ প্রথমে মারামারি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় সেখানে গোলাগুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে বাঁশখালী থানা থেকে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে নতুন বাজারে দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘লবণের মাঠ নিয়ে দু’পক্ষের মধ্যে আগে থেকে বিরোধ আছে। সেটা নিয়ে দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে আছেন।’

সারাবাংলা/আরডি/পিটিএম

গোলাগুলি টপ নিউজ মাঠ দখল লবণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর