‘মেডিকেল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ফ্যাসিস্ট সরকারের কথা মনে করিয়ে দেয়’
২২ এপ্রিল ২০২৫ ১৮:২৮ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৯:৩৭
ঢাকা: মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ফ্যাসিস্ট সরকারের কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে তিনি এ বিবৃতি দেন।
ডা. রফিকুল ইসলাম বলেন, ‘‘সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও নিজস্ব হাসপাতালের মতো যৌক্তিক দাবিতে করা শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ করাকে বিগত ফ্যাসিস্ট সরকারের কথা মনে করিয়ে দেয়। শিক্ষার্থীদের আন্দোলন দমনে এটা কোনো ভাষা হতে পারে না। দেশের প্রয়োজনে এইসব শিক্ষার্থীরা যেন একজন দক্ষ চিকিৎসক হয়ে সেবা দিতে পারে, সেই ব্যবস্থা না করে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের দমননীতি ও এই ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক।’’
অনতিবিলম্বে দেশের সকল মেডিকেল কলেজে পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করার পাশাপাশি সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর এই ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানান ডা. রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় কোনো রকম পরিকল্পনা ছাড়া বিগত ফ্যাসিস্ট সরকার জেলায় জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে স্বাস্থ্য শিক্ষাকে বিপদগামী করেছে। এ কারণে বিগত সরকারের আমলে অনুমোদিত ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধ করার বিষয়টি অন্তর্বর্তী সরকারের বিবেচনায় নিয়েছে। আমরা মনে করি চিকিৎসক হওয়ার আজীবন লালিত স্বপ্ন নিয়ে যে প্রহসন বিগত সরকার করেছে, তার যেমন সমাধান হওয়া দরকার। ঠিক একইভাবে এসব মেডিকেলে ইতোমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করাও আমাদের দায়িত্ব।’
সারাবাংলা/এজেড/এমপি