Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৯:০৯ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৯:১৬

ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

সুনামগঞ্জ: জেলার সুরমা নদী থেকে ইঞ্জিনচালিত নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী ও বিস্কুট জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। জব্দ মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ ১২ হাজার ৯২০ টাকা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পাশে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ভারতীয় কসমেটিক্স সামগ্রীসহ মোট ছয় হাজার ১৩০ পিস এবং ৪ হাজার ১৭০ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লাখ ১২ হাজার ৯২০ টাকা।

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম ও ৭ জন বিজিবি সদস্য অংশ নেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এইচআই

কসমেটিক্স সামগ্রী ভারত ভারতীয় পণ্য জব্দ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর