কুয়েট ভিসির পদত্যাগের দাবি, না মানলে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি
২২ এপ্রিল ২০২৫ ১৯:৩২ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২০:৪৪
ঢাবি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের চলমান গণ-অনশন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশে আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় তারা জানান, দাবি না মানলে শাহবাগ ব্লকেডের মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে বিক্ষোভ ও সংহতি সমাবেশ করেন শিক্ষার্থীরা।
মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে হলপাড়া ঘুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন আন্দোলনকারীরা।
এ সময় ‘কুয়েট ভিসি চায় কি, গোলামি আর দালালি’, শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘কুয়েট তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘কুয়েট ভিসির গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’সহ নানা স্লোগান দেন তারা।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ কুয়েটকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে দাবি করে বলেন, কুয়েট কোনো বিছিন্ন ঘটনা না। কুয়েটকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আওয়ামী লীগ যেমন দলীয়করণ করে দখল করেছিল, সেই একই নির্যাতন জুলুমের খড়গ আমাদের ওপর নেমে আসতে পারে। সুতরাং কুয়েটকে শুধু কুয়েট মনে করে ভুল করবেন না। কুয়েট শুধু একটি পদক্ষেপ মাত্র, কুয়েটে যদি তারা সফল হয় তাহলে সারাদেশে এই দখলদাররা দখলদারিত্বের লাইন পেয়ে যাবে।
দখলদারিত্বের রাজনীতি বন্ধ করার কথা উল্লেখ করে মুসাদ্দিক বলেন, এখনো সময় আছে দখলদারিত্বের রাজনীতি বন্ধ করুন। যারা রামদা নিয়ে হামলা চালিয়েছিল তাদের গ্রেফতার করুন।
তিনি কুয়েট ভিসির পদত্যাগ দাবি করে বলেন, কুয়েট ভিসি মাসুদের পদত্যাগ নয়, তিনি যে অপরাধ করেছে তাকে বহিষ্কার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।
শাহবাগ ব্লকেডের আলটিমেটাম দিয়ে মুসাদ্দিক বলেন, আজ রাতের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হলে, আমরা শাহবাগ ব্লকেডের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো।
কুয়েটের ১৫ ব্যাচের শিক্ষার্থী ফারহান আকিব কুয়েট ভিসির পদত্যাগের দাবি কর বলেন, আমরা সবাই যদি একসাথে রাস্তায় এসে দাঁড়াই তাহলে এ রকম ভিসি, এমন অথর্ব প্রশাসন ধুয়ে যাবে। তাই অবিলম্বে এই ভিসিকে বহিষ্কার করতে হবে।
কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়ে ফারহান বলেন, আমরা আজ শাহবাগে ৫ মিনিটের প্রতীকী ব্লকেড করেছি, আমাদের দাবি না মানলে আমরা কঠোর থেকে কঠোরতার কর্মসূচি দিব।
সারাবাংলা/এআইএন/এইচআই
কুয়েট ঢাবি শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ ভিসির পদত্যাগের দাবি সংগতি প্রকাশ