Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু আছিয়া হত্যা: রাষ্ট্রপক্ষে লড়বেন এহসানুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২০:৪৪

জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সামাজী।

ঢাকা: মাগুরার আলোচিত শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্রপক্ষ। এ মামলায় জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সামাজীকে স্পেশাল প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় সুযোগ-সুবিধাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মফিজুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিয়োগ আদেশে বলা হয়, গত ১৮ ডিসেম্বর ৭৪২ নম্বর স্মারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর (অ্যাডভাইজার) হিসেবে এহসানুল হক সমাজীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ আদেশের পরিপ্রেক্ষিতে তাকে মাগুরা সদর উপজেলার ৮ বছর বয়সী শিশু আছিয়া হত্যা মামলাটি সরকারের পক্ষে বিচারিক আদালতে প্রসিকিউশনকে আইনি সহায়তার জন্য দায়িত্ব দেওয়া হলো।

উল্লেখ্য, গত ১ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় আছিয়া। ৫ মার্চ রাতে তাকে ধর্ষণ করে হত্যাচেষ্টা চালান বোনের শ্বশুর হিটু শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় ৮ মার্চ চারজনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন নিহত শিশুর মা।

সারাবাংলা/আরএম/এমপি

আইনজীবী মাগুরার সেই শিশুটি মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর