Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে রাস্তা ও ফুটপাতের ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ২০:০০

২০০টি দোকান উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন গুলশান-২ এলাকায় রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অভিযানে গুলশান-২ এর উত্তর জামে মসজিদ ডান পাশে ও বাম পাশের ৯৭ নম্বর রোড, ডিএনসিসি কাঁচা বাজারের সামনে, ৯৮ নম্বর রোড ডিএনসিসি মার্কেটের পিছন সাইট এবং আশে-পাশের রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা অন্তত ২০০টি দোকান উচ্ছেদ করে প্রায় ২ কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে উচ্ছেদ করা দোকানের মধ্যে রয়েছে বিভিন্ন খাবারের অবৈধ টং দোকান, হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান, চায়ের দোকান। এছাড়াও রাস্তার ওপর রাবিশ রাখার কারণে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মালিককে ১০ হাজার টাকা, রাস্তার ওপর মালামাল রাখার কারণে ২ দোকানিকে ১ হাজার ও ২ হাজার টাকা, একজন দোকানিকে সিটি করপোরেশনের রাজস্ব কর না দেওয়ার কারণে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোট মোবাইল কোর্টে মোট ৪টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করে হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম বলেন, রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান এবং স্থাপনার কারণে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। এসব অবৈধ দোকানের ফলে যানজটও অনেক বেড়েছে। ডিএনসিসি থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএইচ/এমপি

অবৈধ দোকান উচ্ছেদ গুলশানে অভিযান ঢাকা উত্তর সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর