Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারভেজ হত্যা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ২০:১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি (২৩)।

ঢাকা: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় হৃদয় মিয়াজি (২৩) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মিয়াজি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত ৫ নম্বর আসামি হৃদয় মিয়াজিকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, র‌্যাব-১ এর টিম তাকে গ্রেফতার করেছে। বিকেল সাড়ে ৫টার দিকে বনানী থানায় হৃদয় মিয়াজিকে হস্তান্তর করেছে র‍্যাব।’

এর আগে, প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন- মেহরাজ ইসলাম (২০), আবুজর গিফারী পিয়াস (২০), মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজি (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত তিন জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সোমবার (২১ এপ্রিল) আদালতে তোলা হলে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার এজাহারের তথ্যমতে, পারভেজ প্রাইমএশিয়ার গলিতে সিঙ্গাড়া খাওয়ার জন্য গিয়েছিলেন। ওই সময় সেখানে দুজন ছাত্রী ছিলেন। ওই ছাত্রীদের দেখে পারভেজ হাসাহাসি করেছেন বলে দাবি করে অভিযুক্ত ছাত্রীরা তাদের বন্ধুদের ফোন করেন। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে মীমাংসাও করে দেয়। কিন্তু মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী হাজারীপাড়া এলাকার কিছু ছেলেকে ডেকে নিয়ে আসেন এবং পারভেজের ওপর হামলা চালান। এসময় পারভেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাতপ্রাপ্ত হন। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে-পিঠে আঘাত করে পালিয়ে যান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমপি

গ্রেফতার জাহিদুল ইসলাম পারভেজ বৈষম্যবিরোধী ছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর