Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংখ্যাগুরু-সংখ্যালঘু পরিচয় নির্বাসনে পাঠিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ২০:২২

গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংখ্যাগুরু কিম্বা সংখ্যালঘু পরিচয়কে নির্বাসনে পাঠিয়ে সবার অংশগ্রহণে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি।

তারেক রহমান বলেন, “যেকোনো মূল্যে আমাদের সুদৃঢ় ঐক্য ধরে রাখতে হবে। সকল অশুভ শক্তিকে পরাজিত করে ইস্পাত-দৃঢ় ঐক্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি বলেন, “যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। আমরা অন্য কোনো প্রক্রিয়ায় স্বৈরাচারের পরিবর্তন প্রত্যাশা করেনি। বরাবরই আমরা বলেছি, ফয়সালা হবে রাজপথে।”

তারেক রহমান বলেন, “রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি। আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদি ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ব্যর্থ হবে সব অর্জন। এ পর্যন্ত দেশের উন্নয়ন-অগ্রগতির যত কাজ হয়েছে, তার ৭০ ভাগই হয়েছে বিএনপি আমলে।”

তিনি বলেন, ‘‘বিএনপি যদি ক্ষমতায় আসে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ‘টেইক ব্যাক বাংলাদেশ’-এর একটি অংশ অর্জিত হয়েছে। এখনো আমরা সম্পূর্ণ অর্জন করতে সক্ষম হইনি। দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, মানুষের অধিকার কম-বেশি প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক স্বাধীনতা কমবেশি প্রতিষ্ঠিত হবে, স্বাস্থ্যসেবা মোটামুটিভাবে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারব, দেশের নারীদের ক্ষমতায়ন করতে পারব, এই দেশের বেকার সমস্যার কমবেশি সমাধান করতে পারবো, তখনই আমরা বলতে পারব ‘টেইক ব্যাক বাংলাদেশ’ কিছুটা হলেও বাস্তবায়ন হচ্ছে।’’

বিজ্ঞাপন

এর আগে, প্রশিক্ষণ কর্মশালায় গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন তারেক রহমান।

সারাবাংলা/এজেড/এমপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্প্রীতির বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর