Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এডিসি নাজমুলের নামে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ২০:৩০ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২২:০৮

ডিএমপির সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম।

ঢাকা: হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় ডিএমপির সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মহানগর (১ম) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

পরোয়ানা কার্যকরে ডিএমপি কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। নাজমুলের বিরুদ্ধে মামলাটি করেছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা।

জানা গেছে, নাজমুলকে সম্প্রতি ওএসডি করে বরিশাল বদলি করা হয়। তবে বদলির পরও দীর্ঘদিন নতুন কর্মস্থলে যোগ দেননি তিনি।

নাজমুলের বিরুদ্ধে বিএনপি-জামায়াতসহ ভিন্নমত দমনের অভিযোগ রয়েছে। সাইবার ক্রাইমের এডিসি থাকাকালে নিজের ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী সরকারের অনলাইন পাহারাদারের ভূমিকা পালন করতেন তিনি। তৎকালীন সরকারের বিরুদ্ধে কেউ পোস্ট দিলে কিংবা সোস্যাল মিডিয়ায় সমালোচনা করলে ধরে এনে মামলা-নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে পোস্ট মুছে ফেলতে বাধ্য করতেন।

সারাবাংলা/আরএম/এমপি

অভিযোগ গ্রেফতারি পরোয়ানা মামলা সাবেক এডিসি নাজমুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর