Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারভেজ হত্যা
নিজেকে গ্রেফতারের ওপেন চ্যালেঞ্জ টিনার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ২০:৩৮ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২১:২৩

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনা যাদের নিয়ে তাদের একজন ফারিয়া হক টিনা। পারভেজ হত্যার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন ইউনিভার্সিটি অব স্কলার্সের এই শিক্ষার্থী। তার পরও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পারভেজ হত্যাকাণ্ড নিয়ে বিদ্বেষমূলক পোস্ট ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ফারিয়া হক টিনা তার ফেসবুক আইডিতে তাকে গ্রেফতারে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ‘দেখবো কার কত পাওয়ার, ফেমিনিস্টদের নাকি ইভটিজারদের।’ তিনি আরও লিখেন, ‘এই পরিবেশে আমি ভেঙে পড়ব না। হারতে শিখেনি স্রুতি, দমবার পাত্রী আমি না।’

বিজ্ঞাপন

ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিতের বিষয়ে টিনা বলেন, ‘সাময়িক বহিষ্কার করে লাভ নাই। আমার পড়ালেখার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না!’ এছাড়াও, আরও অশ্রাব্য ভাষায় গালাগাল করেন টিনা।

পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় টিনা ও ঐশীর ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাহ্যিক অবস্থা বিবেচনা করে তদন্তের ফলাফল বা পুলিশি কোনো তদন্ত রির্পোট হাতে না পাওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তাদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল করা সহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত তিন জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সোমবার (২১ এপ্রিল) আদালতে তোলা হলে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

গ্রেফতার চ্যালেঞ্জ ফারিয়া হক টিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর