Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৫ ২১:৫০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০০:১৪

ছবি: সংগৃহীত

ভারতের কাশ্মীরে বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পাহালগামের বাইসরন উপত্যকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বেশ কয়েক জন পর্যটক ট্রেকিং করছিলেন। সেই সময় তাদের ওপর হামলা চালানো হয়। পর্যটকদের ভিড়ে মিশে ছিল হামলাকারীরা। এই ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তল্লাশি চালানো হচ্ছে।

কাশ্মীরের ট্যুর গাইড ওয়াহিদ এএফপিকে জানান, তিনি গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে কয়েকজন মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক প্রতিক্রিয়ায় মাইক্রোব্লগিং সাইট এক্সে লিখেছেন, ‘পাহেলগামে ভর্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য জেলা প্রশাসন এবং স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আহত একজন পর্যটককে অনন্তনাগে জিএমসিতে স্থানান্তর করা হয়েছে। আমি সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এই হামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এই ঘৃণ্য কাজের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে।’

সারাবাংলা/এইচআই

কাশ্মীর গুলিতে নিহত নিহত পর্যটকদের ওপর হামলা পাহালগামের বাইসরন উপত্যকায় ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর